শিবগঞ্জে ভারতীয় পাতার বিড়ি ও ফেনসিডিল উদ্ধার

7

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এবং চৌকা সীমান্ত এলাকা থেকে ভারতীয় পাতার বিড়ি উদ্ধারসহ বাইসাইকেল আটক করেছে ৫৯ বিজিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির নায়েক এসএম নুর ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গত শুক্রবার দিবাগত রাত ৩টায় রহনপুর ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির সদস্যরা অভিযান চালায়। এসময় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯টায় চৌকা বিওপির হাবিলদার মো. রেজাউল ইসলামের নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৫ মেইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা নামক স্থানে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৮০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধারসহ একটি বাইসাইকেল আটক করা হয়।