শিবগঞ্জে বেনু সিংহ হত্যার হোতা গ্রেপ্তার ১ : আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

32

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেনু সিংহ হত্যার একমাত্রা আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার সদর উপজেলার চুনাখালি হিন্দুপাড়া গ্রামের শ্রী বিভূতি চন্দ্র সিংহের ছেলে আনন্দ চন্দ্র সিংহ। তাকে শনিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালতে হাজির করা হয়। আদালতে আনন্দ চন্দ্র সিংহ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই তথ্য নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, গত শুক্রবার রাতে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে আনন্দ চন্দ্র সিংহকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ রাজশাহীর মোহনপুর থানা এলাকা অভিযান চালিয়ে অপহরণ ও হত্যাকাজে ব্যবহৃত মোটর সাইকেল, হাতুড়ি নেহাল ও নিহত বেনু সিংহের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালতে আনন্দ চন্দ্র সিংহকে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে আনন্দ চন্দ্র সিংহ জানায়, তার একটি অশ্লীল ছবি পেয়ে যায় নিহত বেনু সিংহ। সেই ছবির সূত্র ধরে বিভিন্ন সময় তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাতে টাকা দেবে এমন আশ^াসে বেনু সিংহকে পুঁঠিমারী বিলে নিয়ে যায় আনন্দ চন্দ্র সিংহ। এক পর্যায়ে হাতুড়ি ও নেহাল দিয়ে তাকে হত্যা করে আখ ক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যায়। ওসি জানান আনন্দ চন্দ্র সিংহ একাই বেনু সিংহকে হত্যা করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুঁঠিমারী বিলের আখ ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও রাজশাহীর সিআইডির ক্রাইম এক্সপার্টের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।