শিবগঞ্জে বেগুন গাছের সঙ্গে শত্রুতা

25

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু সাঈদ নামে এক কৃষকের ৬০০ বেগুন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে মঙ্গলবার শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ এখনো হাতে পাননি। পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।