চাঁপাইনবাবগঞ্জে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা ও তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আর এর হাত থেকে বাঁচতে ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য মহান আল্লাপাকের দরবারে মোনাজাত করা হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। চাতরা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. এনামুল হক এই নামাজের ইমামতি করেন। শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দুই হাত তুলে মোনাজাত পরিচালনা করেন তিনি।
প্রখর রোদ উপেক্ষা করে শতশত মুসল্লি বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির জন্য নামাজ আদায় করেন এবং মোনাজাতে অংশ নেন। এতে বৃদ্ধ ও শিশুদেরও অংশ নিতে দেখা যায়।
মোনাজাতে অংশ নেয়া রফিকুল ইসলাম জানান, দেশে দীর্ঘদিন বৃষ্টির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির। মাঠের ফসলসহ জেলার প্রধান অর্থকরী ফসল আম বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। মানুষের কষ্ট হচ্ছে। এজন্য দূর থেকে আল্লাহর দরবারে সাহায্য চেয়ে ইসতিসকার নামাজ আদায় করতে এসেছি।
মাওলানা মো. এনামুল হক জানান, প্রচ- দাবদাহে মানুষের পাশাপাশি আল্লাহর সৃষ্টি বিভিন্ন জীব-জন্তুও কষ্ট পাচ্ছে। তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাঁর দয়ার রহমতের বৃষ্টির জন্য এ নামাজ আদায় করা হয়।