শিবগঞ্জে বৃত্তি পেল অসচ্ছল ১৬ মেধাবী শিক্ষার্থী

16

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিবগঞ্জ শিক্ষা কল্যাণ তহবিল এবং শিবগঞ্জ শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ফাউন্ডেশন ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল ও মেধাবী ১৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বৃত্তি প্রদান করা হয়।
একজন মেধাবী শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির জন্য এককালীন ২৫ হাজার টাকা এবং অধ্যয়নকালীন প্রতি মাসে ২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি পাবে। বাকি ১৫ জনকে অধ্যয়নকালীন প্রতি মাসে ২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তির টাকা তুলে দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি। অন্যান্যের মধ্যে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা সহকারী কমিশন (ভূমি) আরিফা সুলতানা, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান মো. বেনাউল ইসলামসহ সকল ইউপি চেয়ারম্যান।