শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

10

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বিনোদপুর ইউনিয়নের পাতিয়াদাঁড়া এলাকায় বুধবার বিকেলে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, ভেটেরেনারি সার্জন আবু ফেরদৌসসহ অন্যরা।
অনুষ্ঠানে ফলদ ও বনজসহ বিভিন্ন জাতের এক হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।