Last Updated on জুন ১৯, ২০২৫ by
শিবগঞ্জে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালিনগর উচ্চ বিদ্যালয়ের হলরমে অনুষ্ঠিত এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক মো এজাজুল হক।
সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাত আহমেদ, সহকারী উপজেলা সমন্বয়কারী মো. মোশারফ হোসেন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো. খলিল উদ্দিন ও আসমাউল হকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২৬টি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও ইউনিয়নের শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যুব নারী-পুরুষ ও শ্রেষ্ঠ প্রবীণকে সম্মাননা দেয়া হয়।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন মেলায় অংশ নেয়া ৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্টলে ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার, দেশীয় ফল প্রদর্শিত হয়। এছাড়াও প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবীগণ আগত দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।