চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিনোদপুর গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে রবিবার সকাল ৯টায় একটি র্যালি বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা অফিসের সামনে থেকে শুরু হয়ে বিনোদপুর খাসেরহাট বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একটি পথসভা হয়।
মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও মাহিদুর রহমানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাহিত্য সাংস্কৃতিক ও প্রচার কমান্ডার মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিনোদপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, মুক্তিযোদ্ধা মহসিন আলি, মুক্তিযোদ্ধা আহসান হাবিব, শহীদ পরিবারের সন্তান প্রদর্শক সফিকুল ইসলাম, বিনোদপুর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যরা।
র্যালি ও পথসভায় শহীদ পরিবারের সন্তান, এলাকার শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে।