শিবগঞ্জে বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা

24

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পর্যায়ে প্রকৃত উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের বিনিয়োগে উদ্বুদ্ধ করতে সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার। শেষে এ নিয়ে আগামী ২১ অক্টোবর একটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।