সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১০, ২০২৫ by

শিবগঞ্জে বিজ্ঞানী হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক বিজ্ঞানী হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী পালন ও হোমিওপ্যাথি দিবস উপলক্ষে চার শতাধিক অসহায়, দুস্থ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ ওষুধ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসা চত্বরে হোমিও চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমিতির সভাপতি ডা. জান মুহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ডা. শামিম উদ্দীন বুলেট, সদস্য ডা. ইসাহাক আলী, ডা. নাসির উদ্দীন এবং ডা. আজিজুল হকসহ আরো অনেকে।
উল্লেখ্য, হোমিও চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তিনি হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক। হ্যানিম্যান ১৮০৫ সালে হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন। তিনি ১৭৫৫ সালের ১০ এপ্রিল জার্মানির অন্তর্গত স্যাকস্যানি প্রদেশের মিশন নগরীর পটুয়ার ঘরে জন্মগ্রহণ করেন। ১৮৪৩ সালে প্যারিসে মৃত্যুবরণ করেন তিনি।

About The Author

শেয়ার করুন