রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ১৩, ২০২৫ by

শিবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকার বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০০ জন শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বিজিবি’র ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন এসব শীতবস্ত্র বিতরণ করে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানন্দা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস। এসময় কিরণগঞ্জ কোম্পানি কমান্ডার, চৌকা বিওপি কমান্ডার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মহানন্দা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নির্দেশনা অনুযায়ী এসব শীতবস্ত্র বিতরণ করা হলো।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন- প্রতি বছর মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্তবর্তী শীতার্ত দরিদ্র জনসাধারণকে এই ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই শীতেও এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

About The Author

শেয়ার করুন