দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে বিজিবির অভিযানে ৫ ভারতীয় গরু চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫ ভারতীয় গরু চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। গত শনিবার ভোর ৪টার দিকে শিবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি গরু ও দুটি ধারালো অস্ত্রও জব্দ করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ছেলে মো. আসলাম শেখ (১৮), রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল মহালদারের ছেলে রনি মহালদার (১৭), মেনাউলের ছেলে ওলিল মহালদার (১৮)। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে।
লে. কর্নেল মনিউর উজ জামান আরো বলেন, ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তে নৌকাযোগে এরা বাংলাদেশের ভূখ-ে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে তিনটি গরু ও দুটি ধারালো অস্ত্রও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে একটি প্রতিবাদ নোট পাঠানো হবে।

About The Author