চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু সুরক্ষা বিষয় ও বাল্যবিয়ে রোধে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনু্ষ্ঠিত হয়েছে। বুধবার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে শিশু নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণে বিভিন্ন ধর্মের ২০ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।
এতে প্রশিক্ষক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রোগ্রামার উত্তম মন্ডল, সভাপতি ইমাম আব্দুর রহিম। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও দুর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আযম।
অনুষ্ঠানে শিশু নির্যাতন, শিশু সুরক্ষা, বাল্যবিয়ে, যৌতুক, নারীর অধিকার, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ, ডেঙ্গু মশা ও সাপে কাটা প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।