দৈনিক গৌড় বাংলা

শিবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদের সভা কক্ষে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে এবং ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই সভার আয়োজন করে।
বাল্যবিয়ে এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেনÑ চককীর্তি ইউনিয়ন পরিষদের সদস্য মো. রহিম, মো. আসগার আলী, মো. শফিউদ্দিন পলাশ, মো. শফিকুল ইসলাম, মো. শামিম রেজা, মোসা. ফারজানা বেগম, মোসা. নাজিফা বেগম ও মোসা. পারভিন বেগম।
কমিউনিটি ফ্যাসিলেটেটর আলী হায়দার বাপ্পির সঞ্চালনায় বাল্যবিয়ে এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা প্রজেক্ট অফিসার উত্তম মন্ডল।

About The Author