বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ১৫, ২০২৫ by

শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— একই এলাকার নজরুল ইসলামের ছেলে সাখাওয়াত হোসেন (২০), শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহমান (১৪) ও বিশারত আলী বিশুর ছেলে মো. বাবু (১৪)।
ভুক্তভোগী শিশুটির মা, মামা ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাকপ্রতিবন্ধী শিশুটি জামে মসজিদে তারাবি নামাজ পড়তে গেলে ওই তিনজন সুযোগ বুঝে পাশের একটি আমবাগানে নিয়ে গিয়ে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে। ঘটনার দুই ঘণ্টা পর ওই বাগান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির পিতা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শুক্রবার সকালে জানালে স্থানীয়রা ওই ৩ জনকে আটক করে পুলিশকে সোপর্দ করে। বর্তমানে শিশুটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, এই ধরনের একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাকাসীর হাতে আটক ৩ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। শিশুটির পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে প্রকৃত ঘটনা। জড়িতদের আটক করে থানায় আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About The Author

শেয়ার করুন