শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২২, ২০২৫ by

শিবগঞ্জে বাইক রাখাকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলা

ককটেল বিস্ফোরণ * মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল (বাইক) রাখাকে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক ও শিবগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনাকে কেন্দ্রে করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
গত শনিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। এছাড়া ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ সময় উভয় পাশে আটকে যায় পণ্যবোঝাই ট্রাকসহ শতাধিক যানবাহন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ছত্রাজিতপুর ফুলতলা বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু রহমানের ভাতিজা রাসেলের চায়ের দোকানের সামনে রানীহাটি এলাকার আসলাম ও সাহেব আলীসহ ৫-৭ ব্যক্তি ৩টি মোটরসাইকেল রাখেন। রাসেল প্রথমে তাদের দোকানের সামনে থেকে মোটরসাইকেলগুলো সরানোর অনুরোধ করার একপর্যায়ে এ নিয়ে রাসেলের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় মোটরসাইকেল আরোহীদের একজন বোমা মেরে ছত্রাজিতপুর বাজার উড়িয়ে দেয়ার হুমকি দিলে আশপাশের স্থানীয়রা তাদের ঘিরে ফেলে এবং ধস্তাধস্তি শুরু হয়। এর একপর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে এবং কিছুক্ষণ পর রাত সোয়া ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা ঘটনাস্থলে ফিরে এসে ৪টি ককটেল ছুড়লে তিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ভাঙচুর করা হয় দুটি মোটরসাইকেল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। অতর্কিত হামলা চালানো হয় মিন্টুর বাড়িতে। এ সময় স্থানীয় সাংবাদিক জুয়েলকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এছাড়া আরো দুজন আহত হয়।
এদিকে গোরস্থান মসজিদের মাইকে ‘সন্ত্রাসীরা বাজার লুটপাটে এসেছে’ এবং তাদের প্রতিহত করার ঘোষণা দেয়ার পরপরই মিন্টুর সমর্থকরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। একটি মোটরসাইকেলও ভাংচুর করে। ফলে উভয় পাশে আটকে যায় শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক ও শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হবার পর উত্তেজিত জনতাকে আশ^স্ত করলে যান চলাচল শুরু হয়।
ককটেল বিস্ফোরণের বিষয়টি স্বীকার করে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মোটরসাইকেল পার্কিং নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। তিনি আরো বলেন, এখন পর্যন্ত (সন্ধ্যা) কেউ এ ঘটনায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

About The Author

শেয়ার করুন