চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে নিহত এক গৃহবধূর স্বামীকে সরকারি অনুদান হিসেবে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার মো. আরিফুল ইসলাম।
অনুদানের ২০ হাজার টাকার চেক গ্রহণ করেন বজ্রপাতে নিহত গৃহবধূ পিয়ারা বেগমের স্বামী হেরাস উদ্দিন।
উল্লেখ্য, গত ২৯ মে শিবগঞ্জ উপজেলার পাঁকার জামাইপাড়ায় বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান পিয়ারা বেগম।