চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে পৃথক দুই স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগানে আমে ব্যাগিং করার সময় বজ্রপাত হলে হতাহতের এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- শ্যামপুর গোপালনগর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. শাহিন আলী (১৩) এবং শ্যামপুর শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে অসিম (১২)। একই ঘটনায় আহতরা হলেন- লছমানপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে মো. নয়ন (১৩) ও শ্যামপুর গোপালনগর গ্রামের কাশেদের ছেলে মো. সরোয়ার (১৫)।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার ইউনিয়নের শরৎনগর ও গোপালনগরে কয়েকজন শিশু বাগানে আমে ব্যাগিং করছিল। দুপুর আড়াইটার দিকে বজ্রপাত হলে গোপালনগরের শিশু শাহিন এবং শরৎনগরের অপর এক শিশু অসিম মারা যায়। এছাড়াও গোপালনগরের ঘটনায় দুই শিশু নয়ন ও সারোয়ারকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।