শিবগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

8

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ¦ মো. আকবর হোসেন।
মোবারকপুর ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মাহতাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন পৌর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ফারুক হোসেন, সদস্য জাইদুল ইসলামসহ অন্যরা।
বঙ্গবন্ধুর জীবনী ও ১৫ আগস্ট নিয়ে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।