শিবগঞ্জে ফেন্সিডিলসহ আটক ১

77
sibgonj gourbangla.com গৌড় বাংলা
gourbangla.com গৌড় বাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর শরৎনগর এলাকা থেকে ৬০১ বোতল ফেন্সিডিলসহ ফারুক আলী (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক ফারুক আলী উপজেলার তেলকুপি গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপ-পরিদর্শক গোলাম রসুলের নেতৃত্বে পুলিশের একটি টহল দল শ্যামপুর শরৎনগরে একটি ট্রলিতে তল¬াশী চালিয়ে ৬০১ বোতল ফেন্সিডিলসহ ফারুক আলীকে আটক করা হয়। এসময় একটি ট্রলি জব্দ করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।