চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল ও একটি মিনি ট্রাকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গত শনিবার রাত ১০টায় উপজেলার কানসাট গোপালনগর মোড়স্থ আমিন উল্লাহ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ এই তথ্য জানিয়েছে।
আরো জানানো হয়, র্যাবের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ কানসাট গোপালনগর মোড়স্থ আমিন উল্লাহ মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ৪০০ বোতল ফেনসিডিল, ১টি মিনি ট্রাকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ বগুড়া জেলা সদরের নিশিন্দ্রা মন্ডলপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. জনি মোল্লা (৩২), মো. নাজিমুদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২৪) ও ছোট কুমিরা পশ্চিমপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. সালমান রেজা (২৫)।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।