শিবগঞ্জে ফেনসিডিল উদ্ধার, আটক ১

5

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চকেরঘাট এলাকা থেকে ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার যুবক ওই ইউনিয়নের বহলাবাড়ী গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মো. সুমন আলী (২৮)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত সোমবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একট অপারেশন দল চকেরঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে¡¡ এই অভিযান চালানো হয়। অভিযানে ৩৬ বোতল ফেনসিডিলসহ মো. সুমন আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে জেলার শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।