শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

8

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসিকনগর এলাকা থেকে ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। আটক হওয়া ব্যক্তি মো. আমিনুল ইসলাম (২৯)। তার বাড়ি শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়ায়। তিনি মো. এসরাইল হকের ছেলে। গত শনিবার এই অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ অপারেশন দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ১২৫ বোতল ফেনসিডিলসহ মো. আমিনুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।