শিবগঞ্জে প্রশিক্ষণ শেষে প্রণোদনা ও লেবু জাতীয় চারা বিতরণ

45

শিবগঞ্জ প্রতিনিধি : রোগ প্রতিরোধী লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে লেবু জাতীয় চারা বিতরণ, ও প্রণোদনা প্রদান করা হয়।
সোমবার (৮ জুন) শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে ৬০ জন কৃষকের মাঝে ৩ হাজার ৮৭০ টি মালটা লেবু ও কমলার চারা, ডিএ পি, জিপসাম, পটাশ, দস্তা, চুন, বোরণসহ ৫ প্রকার সার, হ্যান্ড স্পেয়ার ও নগদ প্রণোদনা প্রদান করা হয়।
সকালে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এ প্রশিক্ষণ ও চারা বিতরণের উদ্ধোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা কৃষি অফিসার এস এম আমিনুজ্জামানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু জাতীয় ফল খাবার পরামর্শ দেয়ার পাশাপাশি কৃষকদের বেশি বেশি লেবু জাতীয় ফলের চাষ করার পরামর্শ দেয়া হয়।