Last Updated on সেপ্টেম্বর ১, ২০২৪ by
শিবগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান আলীর পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কানসাট উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বোঝালে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।
গত কয়েকদিন থেকে কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারই জেরে রবিবার বেলা ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ, আটক পড়ে যানবাহন। অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের আন্দোলনের সাথে প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসী ও সহকারী শিক্ষকরা একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেন।
এদিকে আন্দোলন শুরুর পর থেকে বিদ্যালয়ে যাচ্ছেন না প্রধান শিক্ষক শাজাহান আলী। বক্তব্য নেয়ার জন্য একাধিকবার প্রধান শিক্ষকের মোবাইল নম্বরে কল দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বিদ্যালয়টির বর্তমান সভাপতির দায়িত্বে থাকা শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফতাবুজ্জামান-আল-ইমরান বলেন, ‘শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা অবরোধ তুলে নিয়েছেন। তাদের দাবি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেগুলো লিখিত আকারে দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’