শিবগঞ্জে পাগলা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

49

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে তোবজুল মন্ডল(৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জ উপজেলার সদাশিবপুর আজগুবি গ্রামের গ্রামের নঈমুদ্দিন মন্ডলের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই মজিবুর রহমান জানান, তোবজুল মন্ডল কষিকাজ করত, মাঠে কৃষি কাজ শেষে ফেরার পথে নদীতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নদীতে মাছ ধরার সময় জেলের জালে আটকরা পড়লে তার সন্ধান পাওয়া যায়, পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।