শিবগঞ্জে পদ্মা নদী থেকে নিখোঁজ রাখালের লাশ উদ্ধার

16

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ দিন পর নিখোঁজ এক রাখালের লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার মনোহরপুর এলাকায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন আত্মীয়স্বজনরা। উদ্ধারকৃত লাশটি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের আরশাদ আলির ছেলে তরিকুল ইসলামের (৪৫)।
তরিকুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে মনোহরপুর গ্রামের পাশে পদ্মা নদীতে তরিকুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দিলে আত্মীয়স্বজনরা বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে।
এদিকে তরিকুল ইসলামের চাচা ও মনাকষা ইউপি সদস্য শুকুরুদ্দিন তরিকুলের নিখোঁজ হবার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার মনোহরপুর এলাকায় পদ্মা নদী থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বিকালে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।