বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ১৪, ২০২৪ by

শিবগঞ্জে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে ১০ বছর আগে নিখোঁজ হওয়া মো. মফিজ উদ্দিনকে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বুধবার বিকেলে শিবগঞ্জে ইসলামী ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেনÑ ১০ বছর থেকে নিখোঁজ থাকা মো. মফিজ উদ্দিনের ছেলে, এমদাদুল হক, শাহিন, মোরসালিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বাসরি সোহান, শাহাদাত হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেনÑ মফিজ উদ্দিনকে গুম করা হলেও এখনো তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
কর্মসূচিতে পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

About The Author

শেয়ার করুন