Last Updated on নভেম্বর ১৪, ২০২৪ by
শিবগঞ্জে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন। প্রধান অতিথি ছিলেন মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন- প্যানেল চেয়ারম্যান মো. কাজল আহমেদ।
এছাড়া, কর্মশালায় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রামপুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ ফেরত অভিবাসী এবং সাংবাদিকসহ এলাকার বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মো. বাবুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি প্রতিনিধি সাইকোসোশ্যাল কাউন্সেলর ইফফাত আরা রাখী।