স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ১৫০ জন নিবাসী শিশুর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের অডিটোরিয়ামে সমাজকর্মী অনুপম হালদারের সার্বিক সহযোগিতায় এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি বলেন, শিশুরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাভিত্তিক গল্পের বই পড়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের দেশের প্রতি ত্যাগকে স্মরণ করবে। সেই সাথে অনুপম হালদারের এই সৃজনশীল উদ্যোগকেও স্মরণ করবে। এছাড়া নতুন প্রজন্মকে সেবামূলক কাজে আগামীতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে এডুকেটর মোস্তাফিজুর রহমান তালুকদার, সাইকোলজিস্ট রুবিনা ইয়াসমিন ও কেইস ম্যানেজার ফারুক হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।