চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহ্ নেয়ামত উল্লাহ শিশু সদন, ঢ়োড়বোনা কেন্দ্রীয় শিশু সদন ও শিবগঞ্জ ইয়াতিমখানার নিবাসী শিশুদের মাঝে ৭ লাখ ৩২ হাজার টাকা আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তিন প্রতিষ্ঠানের প্রধানের হাতে এসব সহায়তার চেক তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, উপজেলা সমাজসেবা অফিসারা কাঞ্চন কুমার দাস ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ অন্যরা। অনুষ্ঠানে শাহ্ নেয়ামত উল্লাহ শিশু সদনে ৩ লাখ ৬০ হাজার টাকা, শিবগঞ্জ ইয়াতিমখানারয় ২ লাখ ৬৪ হাজার টাকা ও ঢ়োড়বোনা কেন্দ্রীয় শিশু সদনে ১ লাখ ৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।