শিবগঞ্জে নিখোঁজের ১৪ ঘণ্টা পর পলির লাশ উদ্ধার

12

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাঁদপুরের একটি ধানক্ষেত থেকে ১৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর বেরাফুল বেগম পলি (৪৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। মৃত পলি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের মৃত জোহর আলীর মেয়ে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে পলির নাতি খাবার দেয়ার জন্য মাঠে গিয়ে তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। পরে বুধবার বিকেলে তার লাশ ওই ধানক্ষেতে পাওয়া যায়।
শাহবাজপুর ইউনিয়নের সাবেক মেম্বার জুলফিকার আলী জানান, বুধবার বিকেল ৪টার দিকে হাজারবিঘী গ্রামের পাশে চাঁদপুর মাঠের একটি ধানক্ষেতে পলির লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে শিবগঞ্জ থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পলি ধানক্ষেতটির পাশে একটি জমি লিজ নিয়ে সেখানে চাষাবাদ করার কাজ করতেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলির লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।