বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ৭, ২০২৪ by

শিবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক আবদুস সামাদ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সকলের সহযোগিতা চান। দুষ্কৃতিকারীদের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, পূজাম-পগুলোকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের পাহারা নিশ্চিতের পাশাপাশি পূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সজাগ থাকার কথাও বলেন তিনি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ এবং ওসি (তদন্ত) আরমান হোসেন।

About The Author

শেয়ার করুন