দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার কালুপুর এলাকায় পাগলা নদীর বেইলি ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন- কে বা কারা একজন নবজাতকের (সম্ভবত একদিনের) মৃতদেহ সাদা প্লাস্টিকের ব্যাগে পুরে কালুপুর পাগলা নদীর বেইলি ব্রিজের নিচে ফেলে রেখে যায়। আজ রবিবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে এবং পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। শিশুটি কন্যা শিশু। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে বলেও তিনি জানান।

About The Author