চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও টিউব প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে রানীবাড়ী চাঁদপুর মহানন্দা নদীতে জিও টিউব ও জিও ব্যাগ প্রকল্প কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, নদী ভাঙন রোধে সরকারের পক্ষ থেকে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে যা যা করা প্রয়োজন তাই করা হবে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আওয়ামী লীগ কথায় নয়-কাজে বিশ^াস করে।
এসময় আরো উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুবুল আলম, শাখা কর্মকর্তা সফিউল আলিম ও আবদুল্লাহ আল শরীফসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মহানন্দা নদীতে ১ হাজার ৪৪০ মিটার জিও টিউব ও ৩ হাজার ৫২০ জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানানো হয়।