শিবগঞ্জে দেড় কোটি টাকা ব্যয়ে পাকা হচ্ছে দুটি রাস্তা : ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন ডা. শিমুল এমপি

50

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দেড় কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তা পাকা করা হচ্ছে। রাস্তা দুটির মধ্যে একবরপুর মোড় হতে চকটোলা ভায়া ডাক্তারটোলা পর্যন্ত ৮০০ মিটার রাস্তাটি পাকা রাস্তা হিসেবে নির্মাণ করা হবে। এর চুক্তিমূল্য ধরা হয়েছে ৬৮ লাখ ২৩ হাজার টাকা। অন্যটি হচ্ছে বিনোদপুর ইউপি অফিস হতে বিশ্বনাথপুর হাট ভায়া ক্যাপড়াটোলা পর্যন্ত ৭৫০ মিটার পাকা করা হবে। এর চুক্তিমূল্য ধরা হয়েছে ৮৬ লাখ ৭৩ হাজার টাকা।
রবিবার রাস্তা দুটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ উপলক্ষে ক্যাপড়াটোলা মোড়ে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হয়েছে। রেললাইন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। চট্টগ্রামে নির্মিত হচ্ছে নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল। ঢাকায় মেট্রোরেল হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে করোনা মহামারি থেকে আমরা মুক্তি পেয়েছি। তিনি বলেন, এমডিজি বাস্তবায়ন হয়েছে, এসডিজি বাস্তবায়নের পথে। এরই মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ২১০০ সালের মধ্যে ডেল্টা প্ল্যান ঘোষণা করেছেন। কাজেই উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তা না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া ও সাবেক শ্রম বিষয়ক সম্পাদক খাইরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এছাড়া সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।