চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুর রাজ্জাক (২২)।
আটককৃতরা হলেন, একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে সুজন (৩৭) ও পলাশের স্ত্রী ডালিয়া বেগম (৩০)।
শিবগঞ্জ থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে বাড়ির সামনে রাস্তার ওপর জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন করতে যায় নিহত আব্দুর রাজ্জাক ও তার পিতা আব্দুস সালাম। কিন্তু মফিজ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে পানি নিষ্কাশন করতে বাধা দেয় মফিজ উদ্দিনের ছেলে ও ছেলের বউ। একপর্যায়ে কথা কাটাকাটি হলে মফিজ উদ্দিনের ছেলে ও ছেলের স্ত্রী লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে আব্দুর রাজ্জাক ও তার পিতাকে।
স্থানীয়দের সহায়তার আহতদের পরিবার তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে রাজ্জাকের মৃত্যু হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে নিহত রাজ্জাকের চাচা সেতাউর রহমান বাদী হয়ে মফিজউদ্দিনসহ তার পরিবারের ৭ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করে। এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার সকালে মফিজ উদ্দিনের ছেলে সুজন ও পলাশের স্ত্রী ডালিয়া বেগমকে আটক করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।