চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি এতিমখানার ৮৩ জন এতিম শিশুর মধ্যে ৯ লাখ ৯৬ হাজার টাকার চেক প্রদান করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এতিমখানার কর্মকর্তাদের হাতে এসব চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
এতিমখানাগুলো হলো- শিবগঞ্জ এতিমখানা, ঢোড়বোনা এতিমখানা ও সত্রাজিতপুর শিশু সদন।
চেক বিতরণকালে আরো উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা।
এছাড়াও উপজেলা সমাজকল্যাণ পরিষদ হতে অসহায়-দুস্থ ৭০ জনের মধ্যে ১ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়।