চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত চালক জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিপুর-রসুলপুর এলাকার এনামুল হকের ছেলে ইউসুফ (৩০)। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, মোটর সাইকেল যোগে সোনামসজিদের দিকে যাচ্ছিলেন ইউসুফ। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেল চালক ইউসুফ। এসময় তার সঙ্গে থাকা আরো একজন সামান্য আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ঠিকানা পাওয়া যায় নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা হবে বলে ওসি জানান।