চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধুসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ও সকালে এ ২টি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামারপাড়া ডোমকুলি এলাকার ইয়াসিন আলীর ছেলে আব্দুল ওদুদ (৬০) ও জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালি গ্রামের মো.সাইফুদ্দিনের স্ত্রী মাবিয়া বেগম জেরুন(৪৮)।
সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আইয়ুব আলী জানান, সন্ধ্যা ৬টার দিকে শহরের হরিপুর সুড়কী মার্কেট এলাকায় রাজশাহী মহাসড়কে বাইসাইকেল আরোহী ওদুদকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওদুদ। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন উপ-পরিদর্শক আইয়ুব।
অপর দিকে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক ফারুক জানান, মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজ বাড়িতে আসছিলেন। এ সময় কানসাট সলেমান ডিগ্রি কলেজের সামনে পৌঁছলে সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক তাদের অতিক্রম করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দিলে মাবিয়া ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়। তবে এ ঘটনায় মাবিয়ার স্বামী মোটরসাইকেল চালক সাইফুদ্দিন সুস্থ আছেন। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট সলেমান ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।