শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২১, ২০২৫ by

শিবগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত, আরেক দুর্ঘটনায় আহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের চাপায় আখতারুল ইসলাম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। অপর আরেকটি দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজ এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত আখতারুল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর ঢুলিপাড়ার মৃত আফসার আলী ওরফে কালু মন্ডলের ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক পেছন থেকে পথচারী আখতারুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাক ও হেলপারকে আটক করলেও তার চালক পালিয়ে যায়।
ওসি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে এ ঘটনার পর একই এলাকায় ট্রাকের ধাক্কায় একজন রিকশাভ্যান চালক, একজন মোটরসাইকেল চালক ও একজন ইজিবাইক চালক আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে শিবগঞ্জ থানার এসআই মেহেদি হাসান জানিয়েছেন।

About The Author

শেয়ার করুন