চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের গাজীপুর বারিকবাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেস বেগম (৭০) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার ধীরেন ভকতের ছেলে ততন ভকত (৩৩)।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার কানসাট-চৌডালা সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, কানসাট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রলি চৌডালার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খলেশ বেগম ও ততন ভকত নিহত হন। তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে চালক ট্রলি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।