বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২২, ২০২৫ by

শিবগঞ্জে জলবায়ু ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ’র সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় স্মার্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

২১ এপিল সোমবার সকালে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ইউসুফ আলী। এসময় তিনি বলেন, জৈব সারের ব্যবহার মাটির উর্বরতা বৃদ্ধি করে, পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তিনি আরো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে আমাদের করতে হবে, রাসাযনিক সার পরিমিত ব্যবহার করতে হবে। বাজার থেকে আম কিনে নিয়ে আসার পরে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর খেতে হবে। সঠিক সাইজ সঠিক রঙ এবং রোগ-জীবাণুমুক্ত আম বিদেশে রপ্তানি করার পদক্ষেপ নিতে হবে। কোথাও আম পাঠানোর আগে ক্যারেটগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এছাড়া ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি জোর দিতে হবে। কারণ পণ্য তৈরির চেয়ে মার্কেটিংয়ের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য দেন আলহাজ আব্দুস সামাদ কলেজের সহকারী অধ্যাপক মোহা. মজিবুর রহমান। এসময় প্রয়াসের স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মোমেনা ফেরদৌস, সহকারী টেকনিক্যাল অফিসার স্বপন সরকার, প্রয়াসের ইউনিট-৫ ব্যবস্থাপক কাজেম আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব, করণীয়, পরিবেশ দূষণের প্রকারভেদ (বায়ু, পানি, মাটি ও শব্দ), বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

About The Author

শেয়ার করুন