Last Updated on আগস্ট ৯, ২০২৪ by
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার সেলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ মহল্লায় দুটি পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা চলোমান রয়েছে। শুক্রবার বিকালে বিরোধের জমিতে বেড়া দিতে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত বেশ কয়েকজন আহত হন। দুই পক্ষেরই বাড়িঘরে ভাঙচুর করা হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আকসা জানান, দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১৭ জন আহত হয়েছে।
শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ জানান, জমিজমার বিরোধের জেরে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে, তবে ১৯ জন নয়। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।