শিবগঞ্জে ছেলে ও ভাতিজার মারামারি দেখে বাবার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে ছেলে ও ভাতিজাদের মধ্যে মারামারির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বাবা। এসময় মৃত সোহবুলের ছেলে সাদাব আহত হন। সোমবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলি মহল্লায় এ ঘটনা ঘটে।
মৃত সোহবুল ইসলাম (৬৫) শিবগঞ্জ পৌরসভার বাগানটুলি মহল্লার মৃত মহিউদ্দিন মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, সোহবুল ইসলাম ও তার ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে সোহবুলের ছেলে সোহান, সরল, সাদাব ও তার ভাতিজা শান্ত, সজিবের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সোহবুল ইসলাম, তার ভাই সফিকুল, রফিকুল ও তোফিকুল ইসলাম ঘটনাস্থলেই ছিলেন। একপর্যায়ে ছেলে ও ভাতিজাদের মধ্যে মারামারি দেখে সোহবুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। ধাক্কাধাক্কিতে মাথায় আঘাতপ্রাপ্ত হন সাদাব ইসলাম। স্থানীয়রা বাবা ও আহত ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহবুলকে মৃত ঘোষণা করেন। আহত সাদাবের মাথায় দেয়া হয় ব্যান্ডেজ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, হাসপাতালে আসার আগেই সোহবুল ইসলামের মৃত্যু হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ নিহতের স্ত্রী ও ছেলের উদ্ধৃতি দিয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে মারামারিতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সোহবুলের।