শিবগঞ্জে ছিনতাই হওয়া বাইক উদ্ধার : আটক ২

40

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছিনতই হওয়া একটি মোটরসাইকেল (বাইক) ও একটি স্মার্ট মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. নাইম ইসলাম (২৬) ও বাজিতপুর গ্রামের মো. জুয়েলের ছেলে মো. আজিজুল হক (২২)।
পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাবাজার হতে ২০০ গজ দক্ষিণে ঈদগাহ’র সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ছিনতাইকারী মোটরসাইকেল আরোহী ২ ব্যক্তিকে পথরোধ করে ১টি হিরো ডিলাক্স মোটরসাইকেল ও ২টি স্মার্ট মোবাইল ফোন ছিনতাই করে। এই ঘটনায় অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হবার পর থেকেই শিবগঞ্জ থানা পুলিশ ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ শুরু করে। পুলিশ সুপার মো. ছাইদুল ইসলামের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয় এবং গত রবিবার রাতভর অভিযান চালিয়ে নাইম ইসলাম ও আজিজুল হককে আটক করা হয়।
আটক ব্যক্তিদ্বয় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।