Last Updated on জানুয়ারি ২২, ২০২৫ by
শিবগঞ্জে ছাত্রদলের সাবেক নেতার ওপর হামলা : জড়িতদের গ্রেপ্তার দাবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনিন নাইম (৩২) নামে ছাত্রদলের সাবেক এক নেতার ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বুধবার বিকেলে উপজেলা, পৌর ও আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌর এলাকার ডাকবাংলো থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় আহত ছাত্রদল নেতার পিতা মো. আরিফ উদ্দিন ও ভাই মো. রুবেল হক নাইমকে হত্যা চেষ্টার প্রতিবাদ জানিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি ঘটনার ৮ দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শিমুল, পৌর যুবদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক মো. হেলিম ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান পলাশ।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি রাতে নাইম মোটরসাইকেলযোগে শিবগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বাররশিয়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে মারা গেছে ভেবে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে ঢাকার নিউরো হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে নাইম সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। আহত নাইম আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও দাদনচক এলাকার আরিফ উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় আহতের বড়ভাই মো. রুবেল হক গত ১৫ জানুয়ারি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামি ধরতে তৎপর রয়েছে।