Last Updated on জুলাই ৫, ২০২৫ by
শিবগঞ্জে চাচাতো ভাইদের হাতে প্রাণ গেল চাচাতো বোনের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক জমি-জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় চাচাতো বোন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিলা একই গ্রামের সৈবুর রহমানের মেয়ে খালেদা বেগম শুকরানী (২৭)।
শিবগঞ্জ থানার এসআই মেহেদি হাসান জানান, শনিবার সকালে বসতবাড়ির সীমানা প্রাচীর দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির সূত্রপাত হয়। একপর্যায়ে নিহতের চাচাতো ভাই মামুন ও নিয়ামতসহ পরিবারের অন্য সদস্যরা সৈবুর রহমানের বাড়িতে হামলা চালায়। হামলায় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে খালেদা নিহত হন। এ ঘটনায় খালেদার বাবা, মা ও বোন আহত হন। তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছে। তাদেরকে ধরতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।