শিবগঞ্জে গ্রামপুলিশদের মধ্যে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

103

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সব ইউনিয়ন পরিষদ গ্রামপুলিশদের মধ্যে ২০১৯-২০ অর্থবছরের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এসব পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।
উল্লেখ্য, মোট ১৪৫ জন গ্রামপুলিশের হাতে এসব পোশাক ও সরঞ্জাম দেয়া হয়। সরঞ্জামের মধ্যে নেমপ্লেট, ছাতা, টর্চলাইট, জুতাসহ আরো অনেক কিছুই রয়েছে।
পোশাক ও সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম, তাজকির-উর-জামান, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলি বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।