চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোলাম রাব্বানী এমপি’র ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল হতে দুই লাখ চব্বিশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পুখুরিয়ার শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে চেক প্রদান অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঐতিহাসিক কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানী দুই হাজার টাকা করে মোট ১১২ জন অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে দুই লাখ চব্বিশ হাজার টাকার চেক বিতরণ করেন।